
এটিএন বাংলা ডেস্ক:
হজের সময় বিক্ষোভ করার অধিকারসহ কিছু বিশেষ সুবিধা চাওয়ার দাবি নাকচ করায়, ইরান তাদের নাগরিকদের হজে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সৌদি আরব।
গত ৩০ বছরের মধ্যে এবারই প্রথম হজ বয়কট করছে ইরান। সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল যুবায়ের বলেছেন, এ বছর হজ বিষয়ে চুক্তিতে সই করার সময় ইরানিরা কিছু বাড়তি সুবিধা চেয়েছিল। যার মধ্যে বিক্ষোভ করার অনুমতি চেয়েছিল তারা। কিন্তু বিশৃঙ্খলা তৈরি হওয়ার সম্ভাবনা থেকে তাদের দাবি ফিরিয়ে দেয়া হয়। এ কারণেই ইরান এবার তাদের নাগরিকদের হজে পাঠাচ্ছে না বলে জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
এক বক্তৃতায়, সন্ত্রাসবাদকে সমর্থন ও পৃষ্ঠপোষকতা করার জন্য ইরানকে দায়ী করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। গত বছর হজে, ক্রেন দুর্ঘটনায় শতাধিক ইরানি হাজি নিহত ও শিয়া নেতা নিমর আল নিমরের ফাঁসি কার্যকরের ঘটনায়, দু দেশের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন রয়েছে।