বান্দরবানে ট্রাক উল্টে নিহত ৭

এটিএন বাংলা ডেস্ক: বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা এলাকায় একটি মাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এতে ৭ জন নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে চকরিয়া লামা সড়কের ইয়ংছাড় মোড়ে এ ঘটনা ঘটে। লড়ীটিতে করে ইয়াংছা এলাকার মিরিজ্ঞা পাহাড়ে গ্রামীণ ফোনের নতুন টাওয়ার বসানোর জন্য লোহার সরজ্ঞাম নিয়ে যাওয়া হচ্ছিল।

নিহতরা হচ্ছেন মো. রাজিব (৪৫), মো. রবিন (৩৫), মো. অফতাব হোসেন (৫৫), আমজাদ হোসেন (৪৬), আলেক রহমান, মো. রাজিব ও মো. হাসান আলী।

এদের মধ্যে হাসান আলীর বাড়ি সাতক্ষীরায় ও অন্য সবার বাড়ি পাবনা জেলার ঈশ্বরদি এলাকার রহিম পুরে। হতাহতরা সবাই টাওয়ার বসানো কাজের নির্মাণ শ্রমিক।

চকরিয়া থেকে ইয়াংছা যাওয়ার পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। এ সময় লোহার সরজ্ঞাম চাপা পরে ঘটনাস্থলেই ৪ জন নিহত হয়।
পরে চকরিয়া হাসপাতালে মারা যায় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট হাসপাতাল, হাঁসের দিঘির সেনাবাহিনীর হাসপাতাল ও কক্সবাজার হাসপাতালে নেয়া হয়েছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায়।

লোহার সরজ্ঞাম চাপা পরা অবস্থায় লাশগুলো উদ্ধার করা হয়। আহতদের বিভিন্ন গাড়িতে করে হাসপাতালে পাঠানো হয়েছে।