বাংলাদেশ-সৌদি আরব পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ।

করোনা মহামারির কারণে আটকা পড়া সৌদি প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে ফ্লাইট সংখ্যা বাড়াতে সৌদি সরকারকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ অনুরোধ জানান। আকামার মেয়াদ বাড়ানো ও ভিসা দেয়ার সিদ্ধান্ত নেয়ায় সৌদি আরবকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী। সেই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলে অনুমতি দেয়ায় সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি। রিয়াদ, মদিনা এবং জেদ্দার পাশাপাশি দাম্মাম রুটেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফাইট চলাচলের অনুমতি দেয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, টোকেন ও টিকিট পাওয়ার অনিশ্চয়তা নিয়ে রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইনস এবং মতিঝিলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কার্যালয়ের সামনে দিনভর জড়ো হন সৌদি প্রবাসীরা। অথচ এখনও অনেকে টিকিট সংগ্রহে নির্ধারিত টোকেন হাতে পাননি। সৌদি এয়ারলাইনস কর্র্তৃপ বলছে, আগামী ৪ অক্টোবর থেকে আবারো টোকেন দেয়া শুরু হবে।