ওমানের মাস্কাট থেকে দেশে ফেরার সময় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সন্তান প্রসব করেছেন এক মা। সন্তান প্রসবের পর মা ও শিশু দু’জনেই ভালো আছেন। বিমান ক্রুরা জানান, শনিবার বিমানটি আকাশে ওড়ার ঠিক আগ মুহূর্তে কেবিন ক্রু’রা একজন নারী যাত্রীকে সিটে দেখতে না পেয়ে টয়লেটে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বিমানের ওই টয়লেটের মধ্যেই নবজাতকের কান্না শুনে তারা চমকে যান। পরে নিরাপদে মা ও শিশুকে উদ্ধার করা হয়।