
নিজস্ব প্রতিবেদক:
বজ্রপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া জানিয়েছেন, সম্প্রতি ৪৮ ঘণ্টার ব্যবধানে, বজ্রপাতে ৮১ জনের মৃত্যুতে সরকার উদ্বিগ্ন ।
মঙ্গলবার সকালে সচিবালয়ে আয়োজিত ব্রিফিংএ বজ্রপাতে সরকারের বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।
এসময় নিহতদের পরিবারকে ১৪ লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দেয়া হয়।