বছরের শেষ সংসদ অধিবেশন বসছে ৮ নভেম্বর

রবিবার বিকেল সাড়ে ৪টায় শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন। ১০ম জাতীয় সংসদের এটি হবে ৮ম এবং এ বছরের শেষ অধিবেশন।
প্রথা অনুযায়ী, রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদের এ অধিবেশন আহ্বান করেছেন। অধিবেশন শুরুর আগে বিকেল সাড়ে ৩টায় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে- এ অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি ঠিক করা হবে।
এবারের অধিবেশন চলবে পুরো নভেম্বর মাসজুড়েই। সংসদ সচিবালয় সূত্র জানায়, আগের অধিবেশন থেকে ১৪টিসহ এবার আরও নতুন ৪টি বিল সংসদে উত্থাপিত হবে।
এ ছাড়া সংসদ নিয়ে বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা প্রতিবেদন নিয়েও অনির্ধারিত আলোচনা হতে পারে বলে জানা গেছে। আগামী বছর জানুয়ারিতে বসবে সংসদের শীতকালীন অধিবেশন।