প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন আজ। ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকান্ডের পর তাঁর বড় মেয়ে শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে ফিরে আসেন। তারপর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারসহ মানুষের অধিকার আদায়ের বিভিন্ন সংগ্রামে নেতৃত্ব দেয়ার মধ্য দিয়ে তিনি এখন চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী। নিজের বা পরিবারের নয়, দেশের মানুষের শান্তি তাঁর প্রতিটি জন্মদিনের সবচেয়ে বড় চাওয়া। বেঁচে থাকা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের জন্য।
ছাত্রজীবন থেকেই শেখ হাসিনা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ইডেন কলেজের নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) ছিলেন।

রাজনৈতিক জীবনে তিনি চারবার প্রধানমন্ত্রী এবং তিনবার জাতীয় সংসদের বিরোধী দলের নেতা দায়িত্ব পালন করেছেন। পাশাপাপশি তিনি ৪০ বছর ধরে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছেন। তার নেতৃত্বে আজ বাংলাদেশ ডিজিটালাইজেশন এবং উন্নয়নশীল ও নিম্ন-মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, এগিয়ে যাচ্ছে উন্নত সমৃদ্ধ দেশের পথে।