
নিজস্ব প্রতিবেদক :
দেশের প্রতিটি উপজেলায় একটি করে সরকারি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শিক্ষার জন্য ব্যয়কে খরচ নয়, বিনিয়োগ মনে করে তার সরকার।
রোববার সকালে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষামন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে নিম্ন মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক মোট তিনটি ক্যাটাগরির চারটি বিভাগে একজন করে শ্রেষ্ঠ মেধাবীকে এই পুরস্কার দেয়া হয়।
চলতি বছর একই সঙ্গে ২০১৫ ও ১৬ সালের মোট ২৪জন বিজয়ীর হাতে পুরস্কার বিতরণ করেন প্রধানমন্ত্রী। শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের উন্নয়নে শিক্ষার বিকল্প নেই, তাই দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে কাজ করছে তার সরকার।