পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন

পুড়ছে ইউরোপ, ভূমধ্যসাগর পেরিয়ে মরক্কোতেও আগুন
ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে তীব্র দাবানল। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনের দক্ষিণাঞ্চলে। আগুন ছড়িয়ে পড়েছে আবাসিক এলাকায়।
মালাগা ও কোস্টা ডে সোল থেকে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৬ হাজার মানুষকে। বাতাসের তীব্রতায় আরও দ্রুতবেগে ছড়াচ্ছে আগুন। দমকল বাহিনীর কয়েক হাজার কর্মী লড়ছে আগুন নিয়ন্ত্রণে। তবে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে পাহাড়ি এলাকায় প্রবেশ।
রোববার (১৭ জুলাই) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিমান থেকে পানি ও রাসায়নিক ছিটিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। ফ্রান্সের বোরডেক্সে ২৫ হাজার একর এলাকায় ছড়িয়েছে দাবানল। নিয়ন্ত্রণে লড়ছে ৩ হাজার দমকল কর্মী। গিরোন্ডি অঞ্চল থেকে সরিয়ে নেয়া হয়েছে ১২ হাজারের বেশি মানুষকে।
পর্তুগালে দাবানলের হটস্পট উত্তর পূর্বাঞ্চলীয় শহর পোর্তো। এরইমধ্যে পুড়ে গেছে ৭৫ হাজার একর এলাকা। উত্তরাঞ্চলে দমকল বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন পাইলট। ভূমধ্যসাগরীয় এলাকার অন্যান্য দেশ ইতালি, গ্রিস, মরক্কোতেও ছড়িয়েছে আগুন।
স্থানীয় সময় মঙ্গলবার থেকে পর্তুগালে তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস এবং স্পেনে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছেছে। স্পেনের সংবাদমাধ্যম ইএফই জানিয়েছে, উভয় দেশেই গরমে ৩৬০ জনের বেশি মানুষ মারা গেছে।
ভূমধ্যসাগরের অন্যান্য অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতালিতে শুষ্ক পো উপত্যকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। উত্তর মরক্কোতে, লারাচে, ওয়েজানে, তাজা এবং তেতুয়ান প্রদেশে আগুন ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি গ্রাম খালি করা হয়েছে। কাসার এল কেবিরে একটি গ্রাম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ফ্রান্সেও প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রচণ্ড উত্তাপ রয়েছে এবং আগামী সপ্তাহে আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।