
প্রচার- ১ অক্টোবর, বেলা ৩টা ১০মিনিট। পরিচালনাঃ বদিউল আলম খোকন।
অভিনয়েঃ শাকিব, অপু বিশ্বাস, ববি, সোহেল রানা, মিশা সওদাগর প্রমুখ।
ছোটবেলা থেকে এতিমখানায় বড় হয় রাজা। এদিকে বাবুনগরের নকল উত্তরাধিকারীর চরিত্রে অভিনয় করার সুযোগ পায় সে। নকল রাজাবাবু হয়ে বাবুনগরে এসে সে জানতে পারে তারই জীবনের একের পর এক অজানা অতীত। এমনই গল্পে নির্মিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘রাজাবাবু’। বদিউল আলম খোকন পরিচালিত এ ছবিতে অভিনয় করেছেন শাকিব, অপু বিশ্বাস, ববি, সোহেল রানা, মিশা সওদাগর প্রমুখ। ছায়াছবিটি এটিএন বাংলায় ১লা অক্টোবর, দুপুর ৩টা ১০মিনিট প্রচার হবে।