
প্রচার- ২৯ অক্টোবর, রাত ১০টা ৫৫মিনিট
উপস্থাপনা- লোপা হোসাইন এবং তানজিলা পৃথা
পরিচালনা- মুকাদ্দেম বাবু ও রাসেল মাহমুদ।
মিলিটারী ইনস্টিটিউট অব সাইন্স এন্ড টেকনোলজি (এমআইএসটি) এর র্যাগ ডে উপলক্ষে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘পপুলার লাইফ ইন্সুরেন্স ক্যানভাসে ক্যাম্পাস’।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে এমআইএসটি এবং এটিএন বাংলা। এমআইএসটি ক্যাম্পাসে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন ব্যান্ডদল আর্টসেল। ব্যান্ডের পাশাপাশি গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন কণ্ঠশিল্পী চুমকী, সামিয়া।
অনুষ্ঠানে গানের সঙ্গে থাকে কোরিওগ্রাফি সম্বলিত নাচ। অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে কৌতুক পরিবেশন করেন মীরাক্কেল খ্যাত শাওন ও শশী। এসব আয়োজনের বাইরেও ছিল এমআইএসটি’র শিক্ষার্থীদের বিভিন্ন ধরণের পরিবেশনা।