
বিনোদন ডেস্ক: বাংলা সাহিত্যের নন্দিত কথাশিল্পী, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদ। হিমু ও মিসির আলীর এই স্রষ্টা বাংলাদেশের সাহিত্যে চর্চা করেছিলেন এক নতুন যুগের। সাহিত্য ছাড়াও তিনি নির্মাণ করেছেন চলচ্চিত্র, নাটক, গান। ১৩ই নভেম্বর এই বরেন্য কথাসাহিত্যিকের জন্মদিন। এই বিশেষ দিনে হুমায়ূন আহমেদ স্মরণে এটিএন বাংলায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান চাঁদনী পসর।
জনপ্রিয় শিল্পী এস আই টুটুলের উপস্থাপনায় অনুষ্ঠানে থাকবে হমায়ূন আহমেদ এর চলচ্চিত্রের জনপ্রিয় কিছু গান। সাথে থাকবে হুমায়ূন আহমেদ এর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত “অনিল বাগচীর একদিন” চলচ্চিত্রের কিছু অংশ। অনুষ্ঠানে এ চলচ্চিত্র নিয়ে কথা বলেছেন মোরশেদুল ইসলাম। অনুষ্ঠানে শিল্পী সুবীর নন্দী, বারী সিদ্দিকী ও সেলিম চৌধুরীর কন্ঠে থাকবে হুমায়ুনের গান। সলিম দৌলা খানের পরিচালনায় চাঁদনী পসর অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে ১৩ই নভেম্বর শুক্রবার সকাল ১১.১০মিনিটে।