ধারাবাহিক নাটক ’রেডিও জকি এবং কতিপয় গল্প’

এটিএন বাংলা ডেস্ক:

এটিএন বাংলায় আজ (২৯ মার্চ) রাত ৮টা ৪০মিনিটে প্রচারিত হবে মেগা সিরিয়াল ’রেডিও জকি এবং কতিপয় গল্প’। মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকে অভিনয় করেছেনঃ শ¤পা রেজা, ঝুনা চৌধুরী, চিত্রলেখা গুহ, খালেকুজ্জামান, সোহানা সাবা, ইরফান সাজ্জাদ, রুকসানা আলী হিরা, সুমনা সোমা, ইউসুফ রাসেল, সুস্মি আহসান সহ আর অনেকেই।
আজ দেখা যাবে শায়েরকে থাপ্পড় মারার ঘটনাটা খুব মজা করে নোমানকে বলতে যায় রুনি ও শোভা। কিন্তু নোমান এতে বিরক্ত হয়, বলে নিজেদের কলিগের ঘটনা এভাবে চাউর করে বেড়ানো কোন ভালো কাজ না। এইসব চর্চা যেন তারা না করে। তারা কি শুনবে নোমানের কথা? ওদিকে মাতিয়া বানুকে নদী জানায় সে এমন অভিনয় করতে পারবে না। কারন আবির তাকে সহ্য করতে পারে না। মাতিয়া তাকে জানায়…।
ছোট্ট মেঘ ফোন করে মাকে জানায় বাবা তার সব শাড়ি ঐ মেয়েকে দিয়ে দিয়েছে। কিন্তু কেন? এই শুনে সুবর্ণা ভাবে আসাদকে জেলের ভাত খাওয়ালে কেমন হয়।
বড় আপা (শ¤পা রেজা) ফোন করে বাসায় আসতে বলে আসাদকে। আসাদ বলে সে বাসায় আসবে কাকলীকে সঙ্গে নিয়ে। আর কাকলীকে শিখিয়ে দেয় ঝামেলা থেকে বাঁচার একটা খেলা, কি সে খেলা?
ধাঁধাঁগুলো মেলাতে দেখতেই হবে, ‘রেডিও জকি এবং কতিপয় গল্প’