
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদ বলেছেন, দেশে এখন অন্ধকার যুগ। প্রতিবাদ করার পরিস্থিতিও নেই।
রোববার দুপুরে কুমিল্লায় দলের কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলনে এরশাদ একথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে প্রধানমন্ত্রীর এ বিশেষ দূত বলেন, দেশে সু-শাসন নেই, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙ্গে পড়েছে। মানুষের স্বপ্ন ভঙ্গের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের গায়ে হাত দিয়েছে ছাত্ররা। এটা অন্ধকার যুগ।
তবে তিনি আশা প্রকাশ করে বলেন: এ অবস্থা বেশি দিন থাকবে না।