
দলের অভ্যন্তরে বিতর্কিতদের আশ্রয়-প্রশ্রয় দেয়া চলবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দলীয় সভাপতি শেখ হাসিনা কমিটি গঠনের েেত্র দুর্দিনের ত্যাগী পরীতি ও নিবেদিত নেতা-কর্মীরা যাতে বাদ না পড়ে, সে দিকে সবাইকে ল্য রাখার নির্দেশ দিয়েছেন। রাজধানীতে তাঁর সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করার ল্েয আটটি সাংগঠনিক বিভাগের জন্য কার্যনির্বাহী সদস্যদের সমন্বয় টিম গঠন করা হয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিরামহীনভাবে সরকার কাজ করছে। ওবায়দুল কাদের বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদক হলেই নিজেদের লোক দিয়ে নিজস্ব বলয় সৃষ্টির জন্য কমিটি করা যাবে না বলে দলীয় সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।