শেরে বাংলা নগর এলাকায় বিকাশের এজেন্টকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতসহ হ্যাকিং প্রতারক চক্রের নয়জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ-ডিবি। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত মালামাল এবং ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি। গত ১২ সেপ্টেম্বর রাতে বউ বাজার এলাকায় বিকাশ এজেন্টকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে আট লাখ টাকা ছিনিয়ে নেয় চক্রটি। সংবাদ ব্রিফিংয়ে ডিবি জানায়, দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিল তারা। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।