জাতীয় সংসদ অধিবেশনে কোরাম সংকটে বছরে প্রায় ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। রাজধানীতে একাদশ জাতীয় সংসদের পাঁচটি অধিবেশনের ওপর অনলাইনে গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি কার্যদিবসে গড়ে ১৯ মিনিট কোরাম সংকট হয়েছে। এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে একাদশ জাতীয় সংসদ কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। সঠিক কৌশল ও দতার অভাবে বিরোধী দলের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধি অনুযায়ী স্পিকার সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারেননি বলেও অভিযোগ করে টিআইবি।