
এটিএন বাংলা ডেস্ক:
২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ নির্বাচন হয়ে গেছে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড এবং স্বাগতিক ইংল্যান্ড।
গ্রুপ বি-তে আছে ভারত, পাকিস্তান, শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকা। ১ জুন থেকে ১৮ জুন পর্যন্ত হবে ৮ দেশের এই লড়াই। কার্ডিফ, ওভাল ও এজবাজটন এই ৩ ভেন্যুতে টুর্নামেন্টের ১৫টি ম্যাচ হবে। ১৮ জুন কার্ডিফে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল।
ওভালে ১ জুন উদ্ধোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড। এর আগে ৪টি আসরে বাংলাদেশ অংশ নিলেও, ইংল্যান্ডের বিপক্ষে কখনো খেলনি তারা। ৫ জুন ওভালে অস্ট্রেলিয়া ও ৯ জুন কার্ডিফে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। অন্যদিকে, প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হচ্ছে না ২০০৪-এর চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের।