
এটিএন বাংলায় আজ (৩০ আগস্ট) রাত, ৮টা৪০মিনিটে প্রচার হবে ভিন্নধর্মী অনুষ্ঠান ‘চিন্তিত’। ড. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আসলাম শিকদার। অনুষ্ঠানের প্রতি পর্বে ভিন্ন ভিন্ন কনসেপ্ট নিয়ে স্টুডিওতে আগত অতিথির সাথে আলাপচারিতায় অংশ নেবেন উপস্থাপক। অতিথির সাথে আলাপচারিতার ফাঁকে ফাঁকে অনুষ্ঠানের কনসেপ্ট নিয়ে গ্রাফিকস-এ্যানিমেশন ও ভিডিওচিত্রের মাধ্যমে নির্মিত প্রতিবেদন প্রচার করা হবে। এই প্রতিবেদনকে নির্ভর করেই স্টুডিওতে আলোচক ও উপস্থাপককে নিয়ে নির্মাণ করা হবে এ হাস্যরস নির্ভর অনুষ্ঠান।
অনুষ্ঠানের এ পর্বের অতিথি যাদু শিল্পী জুয়েল আইচ।