
এটিএন বাংলা ডেস্ক:
এবারের বিষয়- “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার”
এটিএন বাংলায় আজ (১৫ ডিসেম্বর) বিকাল ৪টা ২৫মিনিটে প্রচার হবে স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্মিত তথ্যনির্ভর টেলিভিশন অনুষ্ঠান “গ্রীনলাইফ মেডিকেল কলেজ হাসপাতাল হেলথ শো”। বিশেষ রোগের লক্ষণ, চিকৎসা পদ্ধতি ও করনীয় সম্পর্কে আলোচনার পাশাপাশি অনুষ্ঠানে সচেতনতা মূলক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়। এছাড়াও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পাশাপাশি অনুষ্ঠানে থাকে চিকিৎসা বিজ্ঞানের সাম্প্রতিক সময়ের অগ্রগতি ও রোগীরা কিভাবে তা পেতে পারেন সে সম্পর্কে প্রামান্য প্রতিবেদন।
অনুষ্ঠানের আজকের পর্বের বিষয় “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার”। এবারের পর্বে সংশ্লিষ্ট বিষয়ে দুই জন বিশেষজ্ঞ ডাক্তার উপস্থিত থাকে যারা “মুখ গহব্বরের রোগ ও তার প্রতিকার” বিষয়ে আলোচন ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করবেন। অনুষ্ঠানের আজকের অতিথি বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ট্রেজারার ও ডিন, ডেন্টাল ফ্যাকাল্টি অধ্যাপক ডাক্তার মো. আলী আসগর মোড়ল এবং শহীদ সোহরাওয়ার্দ্দী মেডিকেল কলেজের প্রস্থোডন্টিকস বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মো. শিব্বির আহমদ ওসমানী। ডা. শাহেদ ইমরানের উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ডা: এস এম নিয়াজ মাওলা।
উপস্থাপনা ও পরিচালনা- ডা. শাহেদ ইমরান
প্রযোজনা- ডা: এস এম নিয়াজ মাওলা