
নিজস্ব প্রতিবেদক:
বাজেটে এবার ৯২২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য।
তবে বাজেটের বড় অংশ ব্যায় হবে অনুন্নয়ন খাতে, যেখানে ধরা হয়েছে ৬৩৪ কোটি ৯৪ লক্ষ টাকা।
উন্নয়ন খাতে ২৮৭ কোটি ৪৪ লক্ষ টাকা, এই অর্থ খরচ করা হবে বেকার যুবকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিকেএসপির মতো নানা প্রতিষ্ঠানের মাধ্যমে।
২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দ বাজেট ছিল ৮৩৫ কোটি ৭৫ লক্ষ। প্রস্তাবিত বাজেটে এবার বৃদ্ধি করা হয়েছে ৮৭ কোটি ৭৮ লক্ষ টাকা।
তবে ২১৫-২০১৬ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৮০৭ কোটি ৮৭ লক্ষ ৬৪ হাজার টাকা।