খালেদাকে গ্রেপ্তারের চিন্তা ভাবনা নেই : ওবায়দুল

অনলাইন ডেস্ক:

বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র হচ্ছে বিএনপির এমন অভিযোগ নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের এ ধরণের কোনো চিন্তা ভাবনা নেই।

শুক্রবার সকালে গাজীপুরের টেকনপাড়ায় বিআরটিসির বাস ডিপো ও সালনা এলাকায়  কয়েকটি অবৈধ লেগুনা প্রস্তুতকারী প্রতিষ্ঠান আকস্মিক পরিদর্শনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিআরটিসি বাস ডিপোতে অনিয়ম পাওয়ায় ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ দিতে বলা হয়েছে।

কয়েকটি লেগুনা তৈরি কারখানা বন্ধে এবং যানবাহন সিল করতে সংস্লিষ্টদের নির্দেশনা দেন মন্ত্রী।