কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ।

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমেদের মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করছে বাংলাদেশ। রাষ্ট্রীয় শোকের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং কূটনৈতিক মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত না হয়েছে। বিশেষ দোয়া হবে সব মসজিদে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও থাকবে বিশেষ প্রার্থনার আয়োজন। ৯১ বছর বয়সে মঙ্গলবার মারা যান কুয়েতের আমির। এরই মধ্যে নতুন আমির হয়েছেন তাঁর সৎভাই ৮৩ বছর বয়সী শেখ নওয়াফ আল আহমেদ।