
এটিএন বাংলা ডেস্ক: শনিবার ইউপি নির্বাচনের সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলার মাধবপুর ইউনিয়নের উত্তর চান্দলা বাজারে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে তাপস চন্দ্র দাস নিহতের ঘটনায় ২৮জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
শনিবার রাতে নিহত তাপস চন্দ্র দাসের স্ত্রী মল্লিকা রানী দাস এ হত্যা মামলা করেন। মামলায় ১৮ জনের নাম উল্লেখ এবং ১০জনকে অজ্ঞাত আসামি করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ওসি এস এম বদিউজ্জামান জানান, রোববার সকাল পর্যন্ত কোন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য শনিবার সকাল সাড়ে ১০ টায় উত্তর চান্দলা বাজারে মেম্বার সুলতান আহমেদ ও রেজাউলের সমর্থকদের মাঝে সংঘর্ষকালে তাপস চন্দ্র দাসকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়।