
এটিএন বাংলা ডেস্ক: এটিএন বাংলায় আজ (৪ নভেম্বর) প্রচার হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘স্টারলাইন রান্নাঘর’। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার সকাল ১০.৩৫ মিনিটে প্রচার হয়ে থাকে। রন্ধনবিদ লবী রহমানের উপস্থাপনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন লানা খান। অনুষ্ঠানের প্রতি পর্বে উপস্থিত থাকেন দু’জন অতিথি। এই দুই জনের মধ্যে একজন নির্বাচিত করা হয় দেশের রান্না বিষয়ক বিভিন্ন রিয়েলিটি শোতে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে। অন্যজন থাকেন জনপ্রিয় সেলিব্রেটি।
অনুষ্ঠানের প্রতি পর্বে আগত অতিথিরা দর্শকদের জন্য বিভিন্ন রকম মজার রেসিপি রান্না করে দেখাবেন। এছাড়াও অনুষ্ঠানটিতে উপস্থিত থাকেন পুষ্টিবিদ তামান্না চৌধুরী। তিনি রান্না করা খবারগুলোর পুষ্টিগুন বর্ণনা করেনন। এটি একটি নতুনত্ব যা রান্না বিষয়ক অনুষ্ঠানগুলোতে থাকে না।