
নিজস্ব প্রতিনিধিঃ
লালমনিরহাটের কালীগঞ্জে বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস।
বুধবার সকাল ১১.৩০ মিনিটে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
অনুষ্ঠানে সরকারের সাফল্ল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নায়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচার কার্যক্রম ২০১৬ এর অংশ হিসাবে কালীগঞ্জ উপজেলার উন্নায়ন কর্মকাণ্ড তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিরুল ইসলাম হেলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল লতিফ মাষ্টার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আক্তার, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান ও বিভিন্ন গণমাধ্যম কর্মী, প্রধান শিক্ষকগন এবং সুধী বৃন্দ।