এবার সাফিউদ্দিন সাফির ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-৩’

৮ এপ্রিল সারা দেশে মুক্তি পাবে জনপ্রিয় নির্মাতা সাফি উদ্দিন সাফির চলচ্চিত্র ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি-২’ । দ্বিতীয় পার্ট মুক্তির আগে-ই ঘোষণা এলো নির্মিত হতে যাচ্ছে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-৩। এবারও থাকবেন জয়া আহসান। সোমবার (৪ এপ্রিল) ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’ ছবির গানের অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে এ খবর দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস মুভিজ ইন্টারন্যাশনাল।

purno-3
আড়াই বছর আগে মুক্তি পাওয়া ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিতে শাকিব খানের সঙ্গে প্রথমবার জুটি বাঁধেন জয়া। আগামী ৮ এপ্রিল মুক্তি পাবে এ জুটির দ্বিতীয় ছবি ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি ২’। তবে সিরিজের তৃতীয় ছবিতে জয়ার নায়ক থাকবেন অন্য কেউ। আগের দুটির মতো এতেও পরিচালক সাফিউদ্দিন সাফি, গীতিকার কবির বকুল ও চিত্রনাট্যকার থাকবেন রুম্মান রশীদ খান।

ঢাকায় জয়া অভিনীত সাইফুল ইসলাম মান্নুর ‘পুত্র’ এবং হাসান আজিজুল হকের গল্প নিয়ে আকরাম খানের ‘খাঁচা’ ছবি দুটি মুক্তি পাবে এ বছর। হাতে আরও আছে মাহমুদ দিদারের ‘বিউটি সার্কাস’।
এ প্রসঙ্গে পরিচালক সাফি উদ্দিন সাফি বলেন, ‘এই চলচ্চিত্রের প্রযোজক আমাকে আরেকটি সুযোগ করে দিলেন। তাহলো- পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনির সিক্যুয়েল হিসেবে নির্মিত হবে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি-৩। আর এতে অভিনয় করবেন জয়া আহসান।’