এএফসি কাপে গ্রুপ সি’তে বাংলাদেশ ফুটবল দল

এটিএন বাংলা ডেস্ক:

এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল-২০১৭ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের ড্র বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে ।

এ ড্রতে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে । গতবারের মতো এ আসরে সি গ্রুপে স্বাগতিক বাংলাদেশ। এ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ  কিরগিজস্তান, ইরান,চাইনিজ তাইপে ও সিঙ্গাপুর। আগামী ২৭ আগস্ট  থেকে ৪  সেপ্টেম্বর পর্যন্ত হবে এই প্রতিযোগিতা।

একই সঙ্গে চার ভেন্যুতে হবে এই টুর্নামেন্ট। চার ভেন্যুর চ্যাম্পিয়ন দল  চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।  আর গত আসরে চূড়ান্ত পর্বের চার সেমিফাইনালিস্ট সরাসরি খেলতে পারবে  চূড়ান্ত পর্বে। ২০১৭ সালে মূলপর্ব হবে থাইল্যান্ডে। এ টুর্নামেন্টে মোট ২০টি দল ৪ গ্রুপে ভাগ হয়ে খেলবে।