
এটিএন বাংলা ডেস্ক:
ভালোবাসা ও ভালোবাসাহীনতার গল্প নিয়ে এটিএন বাংলায় আজ (২৮ অক্টোবর) রাত ১১টায় প্রচার হবে এ সপ্তাহের নাটক ‘প্রিয় প্রতিপক্ষ’। প্রসুন রহমানের রচনায় নাটকটি নির্মান করেছেন তরুন নির্মাতা মনন আসাদ। বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের গড় হার বেড়ে চলেছে ক্রমশ। ডিভোর্স নামের এই শব্দটি মিথ্যে স্বাধীনতার নামে বড় বেশি সস্তা হয়ে গেছে। দীর্ঘ সময় চেনাজানা এবং সম্পর্কের পরও বিবাহ বন্ধনে আবদ্ধ হবার কিছুদিন যেতে না যেতেই বিয়ে ভেঙ্গে যাচ্ছে অবলীলায়। এই অবস্থায় সচেতনতা তৈরিতেই মূলত তৈরি হয়েছে এ নাটক। নাটকের প্রধান দুটি চরিত্রের নাম অপু ও দীপা। নববিবাহিত দম্পতি তারা। বিয়ে করেছিল একে অপরকে ভালোবেসেই। কিন্তুু কিছুদিন যেতে না যেতেই ভাঙ্গনের সুর বাজছে তাদের সংসারে। দীপার মায়ের প্ররোচনায় খুব অল্প সময়ের মধ্যেই বিচ্ছেদের মুখোমুখী হতে হচ্ছে তাদের। কিন্তুু আইনের মুখোমুখি হতে গিয়ে শেষ পর্যন্ত ঘটনা মোড় নেয় অন্যদিকে যার জন্য দু’জনের কেউই প্রস্তুত ছিলনা। নাটকটিতে অপু চরিত্রে অভিনয় করেছেন নাইম আর দীপা চরিত্রে জাকিয়া বারী মম। নাটকটিতে আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, তিষা, সুমন আচার্য্য, অপু, রাজীব রহমান, আরিয়ান, ঈশানা, মেঘা, মৌসুমী প্রমুখ।