
এটিএন বাংলা ডেস্ক:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এটিএন বাংলা বরাবরের মতো এ বছরও প্রচার করবে ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে ঈদের দিন রাত ১০টা ৪০মিনিটে প্রচার হবে শিল্পী ইভা রহমানের বিভিন্ন অ্যালবামের নির্বাচিত গান নিয়ে একক সঙ্গীতানুষ্ঠান ‘মন নীলিমায়’। অনুষ্ঠানে রয়েছে মোট ১৭টি গান।
দেশে এবং প্রবাসের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত ১৫ টি অ্যালবামের নির্বাচিত গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। মন সাগরে ভাসি অ্যালবামের তুমি পারো বটে ও শুধু তুমি, মনের না বলা কথা অ্যালবামের অধিকার, মনের যে কথা অ্যালবামের এই তো ছিল ভালো, মনে পড়ে যায় অ্যালবামের দূরে যাবো চলে, মন আমার অ্যালবামের আমার চাঁদের আলো ও তোমার চোখে দু’চোখ রেখে, মন জোনাকী অ্যালবামের ঘড়ি টিকটাক, মন থেকে দূরে নয় অ্যালবামের কিছু কিছু কথা, মনের তুলিতে আকি অ্যালবামের উড়ো মেঘের ডানায়, মনের না বলা কথা অ্যালবামের পোড়া বাঁশি, মনের মতো তুমি অ্যালবামের ঝরো বৃষ্টি ঝরো, মনে আলপনা একেছি অ্যালবামের তুমি শুধু আমারই, মনের যে কথা অ্যালবামের তুমি আছো তাই আমি, মন আমার অ্যালবামের জীবনের পরে যদি, মনের শহর অ্যালবামের তুমি পাশাপাশি চললে এবং মন তরী অ্যালবামের এতো কাছে আসতে নেই্ শিরোনামের গানগুলো স্থান পেয়েছে অনুষ্ঠানটিতে।