আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও হত্যা মামলা: ৬ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক :

সাভারের আশুলিয়ায় কমার্স ব্যাংকে ডাকাতি ও আটজনকে হত্যার মামলায় ৬ জনের ফাঁসির আদেশ এবং তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া বেকসুর খালাস দেয়া হয়েছে একজনকে। মঙ্গলবার সকালে ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত এই আদেশ দেন।

২০১৫ সালের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতদের বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাত করে ও গুলি করে হত্যা করা হয়।