
বিনোদন ডেস্কঃ
কিংবদন্তী পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের নতুন আঙ্গিকে আশা জাগানো সিনেমা ‘ রাত্রির যাত্রী’।এই সিনেমায় জল্পনা আর কল্পনার নানান কথা উকি মারে নানান ভাবনা জেগে উঠে মনের ভিতরে আর বাহিরে।। রাত্রির যাত্রী সিনেমাটির অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, সালাহ উদ্দিন লাভলু ও আনিসুর রহমান মিলন, এটিএম এটিএম শামসুজ্জামা, শহিদুল আলম সাচ্চু, নায়লা নাঈম, মারজুক রাসেল, অরুনা বিসসাস, সাদিয়া আরেফিন,রেবেকা সুলতানা, শিমুল খান, মুক্তা হাসান, জিয়া তালুকদার, সোনিয়া হোসেন, ইকবাল হাসান,শিমুল মোস্তফা, আনান জামান,ম আ সালাম,আসরাফ কবির , কালা আজিজ, চিকন আলীসহ আরো অনেকে। বাংলা সিনেমার জন্য সেতু বন্ধনের লক্ষ্যে কাজ করছে হাবিবুল ইসলাম হাবিব।
ছবির গল্প প্রসঙ্গে হাবিবুল ইসলাম হাবিব জানান, মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে আজকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও বাস্তবতার চালচিত্র এই ছবিটি। এখানে একটি মেয়ের জার্নি দেখানো হয়েছে। গ্রাম থেকে বাধ্য হয়ে উঠে আসা মেয়েটির স্বপ্ন, ভালোবাসা, চাওয়া-পাওয়া ও কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর সংগ্রাম তুলে ধরা হয়েছে ছবিটিতে। এ চলচ্চিত্রের কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।