আর্মেনিয়ান সৈন্যরা আজারবাইজান না ছাড়লে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজান।

আর্মেনিয়ান সৈন্যরা আজারবাইজান না ছাড়লে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আজারবাইজান। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলের দাবিও নাকচ করেছে দেশ দুটি। যদিও আজারবাইজানকে সমর্থন দিয়ে যাচ্ছে তুরস্ক। বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চলকে কেন্দ্র করে প্রতিবেশী দুদেশের মধ্যে চারদিন ধরে চলা টানা যুদ্ধে আজারবাইজানের ৭৯০ সেনা হত্যাসহ একটি যুদ্ধবিমান, ৭২টি ড্রোন ও ট্যাঙ্কসহ ১৩৭টি সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে আর্মেনিয়া। এদিকে সাড়ে ৫ শতাধিক সেনা হত্যা এবং ১৫টি রাডার ব্যবস্থা, তিনটি বিস্ফোরক গুদাম ও ট্যাঙ্কসহ েেবশকিছু সাঁজোয়া যান ধ্বংসের দাবি করেছে আজারবাইজানও। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর আজারবাইজান ও আর্মেনিয়া দুটি স্বাধীন দেশে পরিণত হয়। তবে নাগোরনো-কারবাখ অঞ্চল নিয়ে দেশ দু’টি দ্বন্দ্বে জড়ালেও আন্তর্জাতিকভাবে আজারবাইজানের এলাকা হিসেবে স্বীকৃত।