‘আদালতের নির্দেশনা অনুযায়ী লিটনের ব্যবস্থা’

এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বিষয়ে ‘আদালতের নির্দেশনা অনুযায়ী’ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বুধবার দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ বিচারের ঊর্ধ্বে নয়, বিচারকরা যেভাবে নির্দেশনা দিবেন, সেভাবে প্রশাসন কাজ করবে বলে জানান তিনি।
সাম্প্রতিক সময়ে দুই হত্যাসহ ৪ বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের রহস্য শিগগিরই জাতির সামনে উন্মোচন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তদন্ত দ্রুত গতিতে চলছে উল্লেখ করে আসাদুজ্জামান খান কামাল বলেন, হত্যাকাণ্ডের রহস্য বের করার খুব কাছাকাছি পৌঁছে গেছে আইনশৃংখলাবাহিনী।