
এটিএন বাংলা ডেস্ক:
সঙ্গীত প্রিয় মানুষের জন্য এটিএন বাংলায় সোম থেকে বৃহস্পতিবার, সকাল ৮টা ২০মিনিটে প্রচার হচ্ছে প্রভাতী সঙ্গীতানুষ্ঠান ‘আজ সকালের গান’। শ্রোতাদের চাহিদা অনুযায়ী অনুষ্ঠানে থাকে রবীন্দ্র সঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকগীতি, আধুনিক গান, উচ্চাঙ্গ সঙ্গীত ইত্যাদী। একেক দিন এক ধরনের গান দিয়ে সাজানো হয় অনুষ্ঠানের একটি পর্ব।
অনুষ্ঠানে আজকের পর্বে সঙ্গীত পরিবেশন করবেন মুজিব পরদেশী। আমি বন্দী কারাগারে, কলমে নাই কালি, আমার সাদা দিলে কাদা লাগায় গেলি ইত্যাদি জনপ্রিয় গানগুলো তারই কন্ঠে গাওয়া। আজকের পর্বে দশক শুনতে পাবেন মোট ৪টি গান। গানগুলো হলো- কলমে নাই কালি, ওরে ঐ শোনা যায়, আমি বন্দি কারাগারে এবং মনের আগুন জ্বলে দ্বিগুন। ফেরদৌস বাপ্পীর উপস্থাপনা এবং সেলিম দৌলা খান এর পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার হবে আজ (০১ নভেম্বর), সকাল ৮টা ২০মিনিটে।