‘অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের ছাড় দেয়া হবেনা’

বিদেশিদের হত্যা করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে, তাদের ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার বিকেল ৫টায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর দেওয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশ যখন এগিযে যায়, তখনই বিএনপি- জামায়াত দেশের অগ্রগতি থামিয়ে দেযার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, যা দেশের মানুষের সঙ্গে শত্রুতা।
প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাইরের দেশগুলোর দিকে তাকিয়ে না থেকে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। তাই প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশ এখন আর বিপর্যস্ত হয় না।