অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র।

অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। প্রথমবারের মতো অনুষ্ঠিত দু’দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দু’প। ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এই সভায় দুই দেশের মধ্যে অংশীদারিত্ব কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে যৌথভাবে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ¦ালানি ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কেইথ ক্র্যাচ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন ও প্রধানমন্ত্রীর মূখ্য সচিবসহ অন্যান্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।