অনিয়মের অভিযোগে বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত

এটিএন বাংলা ডেস্ক: বিভিন্ন অনিয়মের অভিযোগে দেশের বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় কুমিল্লার বরুড়ার লতিফপুর কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত হয়।

বুধবার ভোররাত ৪টার দিকে সশস্ত্র দুর্বৃত্তরা কেন্দ্রে ঢুকে ১২শ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারতে শুরু করে। তারা প্রিজাইডিং কর্মকর্তাসহ কেন্দ্রের অন্য কর্মীদেরও মারধর করে।

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার ফোরকানিয়া মাদ্রাসা ও গাছবাড়িয়া এজ হাই স্কুল কেন্দ্রে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢুকিয়ে রাখার অভিযোগ পাওয়ার পর সকালে ওই ৩ কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

এ ছাড়া সাতকানিয়ার বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। মাদারীপুরের কাষ্টগড় কেন্দ্রে প্রায় ৮শ এবং জুনারদন্দি কেন্দ্রে প্রায় ৫শ ব্যালট পেপার রাতেই সিল-মারা অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রিজাইডিং কর্মকর্তার অভিযোগ পেয়ে সকালে সেখানে ভোট স্থগিত করা হয়।