
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আকাশ থেকে হঠাৎই নেমে এসেছে বিশালাকৃতির দানবীয় শিলাখণ্ড। আর তাতে দুমড়ে যাচ্ছে গাড়ি, বাড়ির ছাদ। এতে দিশেহারা হয়ে চিৎকার করছেন প্রত্যক্ষদর্শীরা। এমন ভিডিও হঠাৎ ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমগুলোতে।
দাবি করা হয়েছে এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আকাশ থেকে বিশালাকৃতির শিলা খণ্ড পড়ছে আর তাতে গাড়ি বা বাড়ির ছাদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এমন ভিডিও সম্প্রতিবিভিন্ন চটকদার ও বিভ্রান্তিমূলক শিরোনামে এবং সেই শিলাবৃষ্টিতে ২০ কেজিওজনের শিলাখণ্ড পড়েছে দাবিতে একটি ভিডিও বিভিন্ন সামাজিকমাধ্যম এমনকি কয়েকটি গণমাধ্যমেও প্রচার করা হয়েছে। তবে এ ঘটনাটি আদৌ সত্য কিনা তা নিয়ে বিতর্ক শুরু হলে ভিডিওটি বহু নেটিজেন পর্যবেক্ষণ করেন। আর তাতে বেরিয়ে আসে ঘটনাটির সত্যতা।
এমনকি
এছাড়া যুক্তরাষ্ট্রেরকোনো স্থানে আসলেই যদি এত ভারী মাত্রায়শিলাবৃষ্টির ঘটনা ঘটতো তবে উক্ত ঘটনার ভিডিও বা স্থিরচিত্র এবংঘটনার বর্ণনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিতহতো। তবে কোনো বিশ্বস্ত সূত্রে এ ধরনের ঘটনারউল্লেখ পাওয়া যায়নি। সুতরাং, যুক্তরাষ্ট্রে শিলাবৃষ্টির দৃশ্য দাবিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়েতৈরি ভিডিও প্রচার করা হয়েছে। তবে ২০২৩ সালের ২২ জুন সালে প্রায় এমন ধরণের ভারী শিলাবৃষ্টি হতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে। ডেনভার শহরে এক কনসার্টের সময়হওয়া ওই দুর্যোগে শিলার আকার-আয়তন প্রায় টেবিল টেনিস বলের সমান ছিল বলে জানা গেছে আর সে দুর্যোগের কবলে আহত হয়েছিলেন শতাধিক বাসিন্দা।