
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
চলতি নভেম্বরে ঢাকায় আসার কথা ছিল আলোচিত ইসলামি বক্তা ড. জাকির নায়েকের। আর তাতে তার ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। যদিও এমন খবরে কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল মোদি সরকার। এমনকি তাকে আটক করে ভারতের হাতে তুলে দেয়ারও আবেদন জানিয়েছিল তারা। তবে অবশেষে ইসলামিবক্তা ড. জাকির নায়েকেরবাংলাদেশ সফর আপাতত স্থগিত করা হয়েছে বলে জানা গেছে। কিন্তু হঠাৎ কেন তার সফর বাতিল করা হয়েছে?
আইনশৃঙ্খলাপরিস্থিতি ও প্রশাসনিক বিবেচনায়সরকার তাঁর সফরে অনুমোদন না দেওয়ার সিদ্ধান্তনিয়েছে বলে জানা গেছে। মঙ্গলবারসচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীতহয় বলে মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একটি প্রতিষ্ঠান ড. জাকির নায়েককেআগামী ২৮
বৈঠকেসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জাকির নায়েক বাংলাদেশে এলে ব্যাপক জনসমাগম ও নিরাপত্তাজনিত চাপতৈরি হতে পারে। নির্বাচনী সময় সামনে থাকায় প্রশাসনের বিভিন্ন সংস্থা এখন নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতিতে ব্যস্ত, ফলে এত বড় সমাবেশনিয়ন্ত্রণে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা কঠিন হবে। এই প্রেক্ষাপটে সভায়সিদ্ধান্ত হয়, জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর তাঁর সফরপুনর্বিবেচনা করা যেতে পারে। তবে নির্বাচনের আগে দেশে তাঁর আগমন অনুমোদন করা হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালে ঢাকার গুলশানের হোলি আর্টিজান বেকারি হামলার পর ভারতও সরকারড. জাকির নায়েকের বিরুদ্ধে উগ্রবাদে উসকানি ও বিদ্বেষমূলক বক্তব্যপ্রচারের অভিযোগ আনে। এরপর তিনি দেশ ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় নেন, যেখানে তিনি বর্তমানে পুত্রজায়া শহরে স্থায়ীভাবে বসবাস করছেন। সরকারি কর্মকর্তারা মনে করছেন, চলমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনপূর্ব পরিবেশেড. নায়েকের আগমন অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে, যা প্রশাসনিক স্থিতিশীলতারজন্য অনুকূল নয়। তাই আপতত দেশে আসার অনুমোদন মিলছে না জাকির নায়েকের।