
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কিছুদিন আগেই ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা থালাপথি বিজয়ের নির্বাচনি সমাবেশে পদদলিত হয়ে ৩৬ জন প্রাণ হারিয়েছিল। এবার ভারতের অন্ধ্র প্রদেশে মন্দিরে ভিড়ের চাপে অন্তত নয়জন তীর্থযাত্রী প্রাণ হারালেন। শনিবার রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাসিবুগ্গা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শত শত নারী পূজার ঝুড়ি হাতে সিঁড়িতে ঠেলাঠেলি করছেন, কেউ কেউ বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। কিছুক্ষণ পরই বহু মানুষ মাটিতে লুটিয়ে পড়েন এবং চারদিকে কান্নার শব্দ পাওয়া যায়। এরপর কয়েকজন আহত ভক্তকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিহতদের
ভারতে বড় ধর্মীয় অনুষ্ঠান ও উৎসবে পদদলনের ঘটনা নতুন নয়। চলতি বছরের সেপ্টেম্বর মাসেই তামিলনাড়ু রাজ্যে থালাপথি বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছিল। এর আগে জুনে ওড়িশার উপকূলীয় অঞ্চলে এক হিন্দু উৎসবে তিনজন মারা যান এবং আরও অনেকে আহত হন।
গত মে মাসে ভারতের পশ্চিম উপকূলে গোয়াতে আগুনের ওপর হাঁটার এক জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠানে অতিরিক্ত ভিড়ের কারণে ছয়জন প্রাণ হারান। বছরের শুরুতে জানুয়ারিতে উত্তর ভারতের প্রয়াগরাজে কুম্ভমেলা উপলক্ষে পদদলিত হয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছিল। এসব ঘটনা তুলে ধরে জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব আবারো মনে করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা ।
/টিএ