
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
গত দুদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বৃদ্ধ ভবঘুরেকে লাঠিচার্জ করে তাড়ানোর ভিডিও ঘিরে তীব্র বিতর্কের মধ্যেই ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা এখন আবার আলোচনার কেন্দ্রে, তবে এবার হাস্যরসের ছলে। অভিনব কায়দায় তিনি যে জবাব দিলেন তা রীতিমত ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মাদক কারবারি, ভবঘুরে ও অবৈধ দোকান উচ্ছেদ অভিযানের সময় সর্বমিত্র চাকমার হাতে লাঠি নিয়ে এক বৃদ্ধকে তাড়ানোর দৃশ্য সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয়। ভিডিওটিতে দেখা যায়, বৃদ্ধকে ধাওয়া করছেন সর্বমিত্র, যা অনেকের কাছে অমানবিক মনে হয়েছে।
তবে সর্বমিত্রসহ ডাকসু নেতাদের দাবি, ওই বৃদ্ধ আসলে মাদক সরবরাহ চক্রের সক্রিয় সদস্য ছিলেন। তাকে বহুবার সতর্ক করা
আর সেই বিতর্কের জবাবেই বৃহস্পতিবার দুপুরে সর্বমিত্র নিজের ফেসবুক আইডিতে “মুরব্বি মানুষ” শিরোনামে একটি ৪৩ সেকেন্ডের ভিডিওপোস্ট করেন। ভিডিওটিতে দেখা যায়, এক তরুণ শিক্ষার্থী মোবাইল স্ক্রল করতে করতে হাঁটছেন, হঠাৎ এক বৃদ্ধ তাঁর ফোন ছিনিয়ে দৌড়ে পালায়। তরুণটি দৌড়ে এসে সর্বমিত্রকে দেখে অনুরোধ করে বৃদ্ধকে ধরতে। তখন সর্বমিত্র হাসতে হাসতে বলেন, মোবাইল নিয়েছে নিক, মুরব্বি মানুষ, যা করছে ঠিকই করছে! এই ব্যঙ্গাত্মক, রসাত্মক ভঙ্গিতেই তিনি নিজের সমালোচনার জবাব দেন।মাত্র এক ঘণ্টায় ভিডিওটি ১৯ লাখের বেশি মানুষ দেখেছেন এবং প্রশংসার ঢেউ তুলেছেন নেটিজেনরাকেউ লিখেছেন, দারুণ সেন্স অব হিউমার! আবার কেউ বলছেন, এভাবেই বিতর্ক সামলানো যায়। বিতর্ক যেভাবেই হোক, সর্বমিত্রর এই অভিনব রসাত্মক প্রতিক্রিয়া একদিকে সমালোচনার জবাব, অন্যদিকে মেধার বহিঃপ্রকাশও বলে মনে করছেন বহু নেটিজেন।