চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়ে আইপিএলে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে সানরাইজার্স হায়দরাবাদ।

চেন্নাই সুপার কিংসকে ৭ রানে হারিয়ে আইপিএলে পয়েন্ট টেবিলের চতুর্থস্থানে উঠে এলো সানরাইজার্স হায়দরাবাদ। আর এই পরাজয়ে টানা তিন ম্যাচ হারলো মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে টস জিতে ব্যাট করে, ৬৯ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে হায়দরাবাদ। পঞ্চম উইকেটে অভিষেক শর্মা ও প্রিয়ম গার্গ ৭৭ রান যোগ করলে ৫ উইকেটে ১৬৪ রানের পুঁজি পায় হায়দরাবাদ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা গার্গ। অভিষেক শর্মা করেন ৩১ রান। ১৬৫ রানের টার্গেটে নেমে শেন ওয়াটসন-ডু প্লেসিসরা নামের সুবিচার করতে পারেন নি। অধিনায়ক ধোনি ও জাদেজার চেষ্টায়ও দলের পরাজয় ঠেকানো যায়নি। ১৫৭ রানে থামে ৫ উইকেট হারানো চেন্নাই সুপার কিংসের ইনিংস। জাদেজা করেন ৫০, আর ধোনি ৪৭ রানে অপরাজিত থাকেন।