৯ দিন পর আবারো শুরু যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন।

৯ দিন পর আবারো শুরু হল দেশের বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা থেকে ইউরিয়া সার উত্তোলন। ডিলারদের সাথে কারখানা কর্তৃপক্ষের সমঝোতার পর সার উত্তোলন শুরু হয়। জামালপুরের তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে কমান্ড এরিয়ার ১৭ জেলাসহ দেশের ২০ জেলার প্রায় ৩ হাজার ডিলার ইউরিয়া উত্তোলন করেছেন। তাদের অভিযোগ, কারখানা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে মূল্যবান সার খোলা আকাশের নিচে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে। কারখানা কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে নিম্নমানের জমাট বাঁধা এ সার পাউডার বানিয়ে রি-ব্যাগ বা বিকল্প ব্যাগে করে সরবরাহ করায়, অল্পদিনের মধ্যেই পাথরের মতো জমাট বেঁধে যায়। কৃষকরা এসব সার নিতে আগ্রহী না হওয়ায় এসব সার গুদামে বা নদীরঘাটে খোলা আকাশের নীচে নষ্ট হচ্ছে। গত ২১ সেপ্টেম্বর থেকে ডিলাররা সার উত্তোলন বন্ধ করেছিলো।