
এটিএন বাংলা ডেস্ক:
ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে ৬৬জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া মিশরের বিমানটি ভূমধ্যসাগর বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ।
টেলিভিশনে দেয়া এক ভাষণে ওলাদ বলেন, এ পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
এয়ারবাস এ৩২০ (Airbus A320) বিমানটি মিশরের স্থানীয় সময় ভোর ২ টা ৩০ মিনিট এবং গ্রিনিচমান সময় মধ্যরাত ১২ টা ৩০ মিনিটে প্যারিস থেকে উড্ডয়নের পরপরই নিখোঁজ হয়।
গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ফ্লাইটএমএস৮০৪ (MS804) গ্রিস সীমা অতিক্রম করার পরপরই রাডার থেতে অদৃশ্য হয়ে যায়। তিনি বলেন, বড় ধরনের উদ্ধার অভিযান শুরুর প্রস্তুতি চলছে। গ্রীস এবং মিশরের সশস্ত্র বাহিনী উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে। ফ্রান্স উদ্ধার অভিযানে তাদের জাহাজ এবং বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে।
তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হল সে ব্যাপারে কিছুই জানা যায়নি।