
এটিএন বাংলা ডেস্ক: নতুন বছরেই ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। টার্গেট ৫ জানুয়ারি। দিনটিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণ জনসভা করতে চায় বিএনপি।
শনিবার সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির যৌথসভায় ৫ জানুয়ারির কর্মসূচি এবং পৌর নির্বাচন নিয়ে আলোচনা শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সরকারকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির জন্য কালবিলম্ব না করে এখনই আলোচনায় বসতে হবে। না হলে যে আশঙ্কা দেখা দিয়েছে, এতে জঙ্গিবাদ ঠেকানো কঠিন হয়ে পড়বে।
এছাড়া ১৯ জানুয়ারি দলটির প্রতিষ্ঠাতা মেজর জিয়ার জন্মদিন পালন ও আলোচনা সভা আয়োজনের কথাও জানানো হয় এ সংবাদ সম্মেলনে।