৫০ পর্বে ‘সাহেব-বাবু’র বৈঠকখানা’

প্রচার- ২৭ নভেম্বর, রাত ৮টা
রচনা: শাহজাহান সৌরভ, পরিচালনা- জাহিদুল ইসলাম
এটিএন বাংলায় আজ (২৭ নভেম্বর) রাত ৮টায় প্রচার হবে ধারাবাহিক নাটক সাহেব-বাবুর বৈঠকখানার ৫০তম পর্ব। শাহ্জাহান সৌরভের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, রোমানা, আজিজুল হাকিম, সুমনা সোমা, আতাউর রহমান, জাহিদ হোসেন শোভন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, তোফা হাসান, হাসান ফেরদৌস জুয়েল, কাজী উজ্জল, লীনা ফেরদৌসী, তারিক স্বপন, সাব্বির আহমেদ, ওয়াসিম, অবিদ রেহান, স্বর্ণা প্রমুখ।
গ্রামের নাম ফুলছোটা। হাসি-আনন্দে ভরপুর সেই গ্রামেরই ২ বন্ধু সাহেব আর বাবু। সেই ছোট্টবেলার বন্ধু ওরা। জীবনের প্রয়োজনে আজ দু’জন দুই জগতের মানুষ হলেও, তাদের বন্ধুত্বে কখনও ভাটা পড়েনি। সাহেব, এলাকার রাজনীতির সঙ্গে জড়িত আর বাবু ডিগ্রী পাশ করার পর বইয়ের ব্যবসা করছে। কলেজে পড়বার সময় বাবু থিয়েটার দেখেছে কিন্তুু গোঁড়া ধার্মিক বাবার ভয়ে কখনও থিয়েটারে ভর্তি হতে পারেনি। তবে, থিয়েটার নিয়ে তার স্বপ্নটা মরে যায়নি বরং দিনে দিনে সেটা চারাগাছ থেকে মহীরুহ হয়েছে। আর তারই ফসল, ফুলছোটা থিয়েটার- একটি মননশীল শিল্প ও সাহিত্য চর্চা কেন্দ্র। খুব গোপনে গ্রামে এই থিয়েটার শুরু করেছে বাবু আর এ ব্যাপারে তাকে সর্বাতœক সহযোগিতা করেছে সাহেব। থিয়েটারটিকে তার দলের একটা আউটপোস্ট হবে চিন্তা করার কারণে দ্বন্দ্ব শুরু হয় ২ বাল্যবন্ধুর। এই দ্বন্দ্বে জড়িয়ে যায় এলাকার প্রবীণ রাজনীতিবিদ বাহার ভাই এবং ঘটনাক্রমে তিনি খুন হন খুব রহস্যজনকভাবে। কাহিনী মোড় নেয় অন্য দিকে।