৩১ আগস্ট শুরু এশিয়া কাপ

৩১ আগস্ট শুরু এশিয়া কাপ

এবারের এশিয়া কাপের আয়োজক পাকিস্তান। অথচ টুর্নামেন্টের মোট ১৩ ম্যাচের মাত্র চারটি হবে তাদের দেশে। এর বাইরে ৯ ম্যাচ হবে শ্রীলঙ্কায়। টুর্নামেন্ট ৩১ আগস্ট শুরু হয়ে শেষ হবে ১৭ সেপ্টেম্বর।

এশিয়া কাপের ১২তম আসর নিয়ে বিতর্কের শেষ ছিল না। রাজনৈতিক অস্থিরতায় ভারত পাকিস্তানে না যাওয়ায় আয়োজক স্বত্ব পেয়েও নিজ দেশে পুরো টুর্নামেন্ট করতে পারছে না পাকিস্তান। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত হাইব্রিড মডেল নিয়েও জটিলতা তৈরি হয়। শেষ পর্যন্ত দুই দেশে টুর্নামেন্ট করার হাইব্রিড মডেলের প্রস্তাবই পাশ হল আনুষ্ঠানিক ভাবে। এতে ৬ দলের টুর্নামেন্টে দুই গ্রুপ থেকে সেরা চার দল যাবে সুপার ফোরে। সেখান থেকে সেরা দুই দল ফাইনাল। এসিসি টুর্নামেন্টর দিন-তারিখ ঠিক করলেও সূচি চূড়ান্ত করেনি এখনও।

পাকিস্তানের এক সংবাদ মাধ্যমে পাকিস্তানের লাহোরকে বাংলাদেশের গ্রুপ পর্বের দুই ম্যাচের সম্ভাব্য ভেন্যু বলা হয়। তবে বাংলাদেশকে গ্রুপের দুই ম্যাচ দুই দেশে খেলতে হতে পারে। প্রথম ম্যাচ হাম্বানটোটায় খেলার পর দ্বিতীয় ম্যাচ হতে পারে লাহোরে। অবশ্য এসিসি সূচি না দেয়ায় চূড়ান্ত হয়নি কিছুই।