
দুপুর ১২ টার পর যে কোনো সময় বাংলাদেশ উপকূলে আঘাত হানতে পারে ঘুর্ণিঝড় রোয়ানু। আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টার দিকে ঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। ঝড়টি প্রতি ঘন্টায় ২৫ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে।
সে হিসেবে দুপুর ১২ টার পর যে কোনো সময় ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে। ঝড়ের কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
উপকূলীয় জেলাসহ প্রায় সারা দেশেই ঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। উপকূলীয় এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৫ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে বলে আবহাওয়া অফিস জানায়।
রোয়ানুর কারণে চট্টগ্রাম, পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর ও কক্সবাজারকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া উপকূলীয় জেলাগুলোতেও রয়েেছ ৭ নম্বর বিপদ সংকেত ।
খারাপ আবহাওয়া মংলা ও চট্টগ্রাম বন্দরের পণ্য ওঠা নামা বন্ধ রয়েছে। চট্টগ্রাম বিমানবন্দরে বন্ধ রয়েছে সবধরণের ফ্লাইটও। উপকূলীয় অঞ্চলে সব ধরনের নৌ চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।