হৃদরোগে আক্রান্ত সি. বি. জামান

হৃদরোগে আক্রান্ত সি. বি. জামান

গুরুতর অসুস্থ কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা সি.বি. জামান। গতকাল বিকাল ৩টা নাগাদ রাজধানীর জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে হঠাৎ অসুস্থ হওয়ায় তাকে মগবাজারস্থ একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান তার হার্ট অ্যাটাকের কথা।

পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা চলছে। সি.বি. জামানের একমাত্র পুত্র সি.এফ. জামান সবার কাছে তার বাবার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।